Breaking

Saturday, 19 March 2022

Which country is Amazon forest? আমাজন বন কোন দেশ?

Which country is Amazon forest? আমাজন বন কোন দেশ?

দক্ষিণ আমেরিকায় অবস্থিত অ্যামাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল, আমাজন নদী আমাজন বনের জীবনসঙ্গী। অ্যামাজন বন নয়টি দেশের 70 কিলোমিটার বর্গ জুড়ে অবস্থিত, আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের তুলনায় 38 গুন বড়।
সমগ্র পৃথিবীতে যত রেনফরেস্ট আছে তার অর্ধেকই হলো অ্যামাজন, জীবের 40 হাজার প্রজাতির প্রায় 30 হাজার বৃক্ষ রয়েছে, পৃথিবীর 20% অক্সিজেন উৎপাদন হয় অ্যামাজন বনে।
সেই কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়,
Amazon forest
আমাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় পাঁচ কোটি বছর আগের ইউসিং যুগে, সে সময় পৃথিবীর ভালো জলবায়ুর কারণে অ্যামাজন জঙ্গলের উদয় ঘটে, অ্যামাজন জঙ্গল প্রায় দক্ষিণ আমেরিকার অনেকটা ভাগ নিয়ে অবস্থিত, এবনে মোট 70 কিলোমিটার বর্গ জুড়ে এলাকার মধ্যে 55 কিলোমিটার এলাকাজুড়ে আর্ধ জলবায়ু অবস্থিত, অ্যামাজন বন এতটাই বড় যে এটি বাংলাদেশের প্রায় 38 গুণ।
Amazon forest
আমাদের সুন্দরবন যেমন বাংলাদেশ আর ভারত দুটো দেশের মধ্যে অবস্থিত, অ্যামাজন তেমনি ভাবে 9 টি দেশের মধ্যে অবস্থিত।
এই 9 টি দেশের মধ্যে আমাজনের 60 শতাংশ অঞ্চল শুধুমাত্র ব্রাজিলের অবস্থিত। বাকি অংশ 13% পেরুতে 10% কলম্বিয়া অবস্থিত, এবং অন্যান্য 17 শতাংশ বনাঞ্চল বাকি 6 টি দেশ বলিভিয়া, ভেনিজুয়েলা, আয়না, সিরিয়ান এবং ফ্রেন্ডস, গানা অবস্থিত।
আকারে বিশালতার মতই অ্যামাজনের প্রাণী ও উদ্ভিদ গুলোর মঝে রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র, জীববৈচিত্র সমৃদ্ধ আমাজন বনের সঙ্গে আছে প্রায় 40,000 জাতের গাছ 1300 জাতের পাখি 2200 জাতের মাছ 427 জাদের স্তন্যপায়ী 378 জাতের সরীসৃপ 428 টিরও বেশি প্রাণী এবং 40 লক্ষের বেশি এর পোকামাকড়।
বিপদ জনক অনেক প্রাণী আমাজন জঙ্গলে বাস করে, চিতাবাঘ, বিদ্যুৎ ইল, মাংসখেকো পিরানা, বিশাল সাপ সহ অসংখ্য বিষাক্ত সাপ রয়েছে আমাজন জঙ্গলে।
Snake image
আমাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদী টি আমাজন নদী হিসেবে পরিচিত, পেরুর আন্দজ পর্বতে সিন্সি নামক চূড়া থেকে এই নদী উৎপত্তি, এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী, এই নদী পৃথিবীর যেকোন নদীর তুলনায় বেশি পরিমাণে জল ধারণ করে, প্রায় 1000 উপনদী মিলিত হয়ে অ্যামাজন নদী গঠিত।
এসব উপনদী গুলি বনের জীবনীশক্তি, প্রধান কয়েকটি উপনদীর মধ্যে 17 টি নদীর দৈর্ঘ্য এক হাজার মাইলেরও বেশি বনের ভিতর দিয়ে প্রবাহিত আমাজন নদী আমাজন বনের বিস্তৃতি পেছনে অন্তত্য গুরুত্বপূর্ণ এসব নদী আমাজন বনের যাতায়াতের জন্য পথ হিসেবে ব্যবহৃত হয়।

অ্যামাজন নদী দক্ষিণ আমেরিকার 5 টি দেশে পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরে জড়িত হয়। এই নদীর মত বৈশ্বিক পানি 20 ভাগ সমুদ্রে বহন করে, অ্যামাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে 42 লক্ষ ঘনফুট জল সাগরে পতিত হয়। বর্ষা মৌসুমে এই পানির পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 70 লক্ষ ঘনফুটে, আমাজনের বেশিন হল পৃথিবীর সর্ব প্রাণী নিঃশ্বাস বেশিন যা প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্মৃত, এর মধ্যে শুধুমাত্র ব্রাজিলের অবস্থিত বেশিন টি অন্য যেকোনো বেশিনের তুলনায় বড়, ব্রাজিলিয়ান অ্যামাজনের বুকে বেশকিছু বৃত্তাকার নকশা দেখতে পাওয়া যায়, নকশা গুলো আজও পর্যন্ত রহস্যে ঘেরা বৈজ্ঞানিকরা এই ধাঁধার উত্তরের সন্ধান করে চলেছেন, ধারণা করা হয় নকশাগুলো সমাধি ও রক্ষা রেখা ব্যবহৃত হতো।

আজকের পেজে এই পর্যন্তই পরবর্তী পেজে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভালো থেকো সুস্থ থেকো

No comments:

Post a Comment